কম সময়ে, কম খরচে, সবুজ পাহাড়ের কোলে…যাবেন নাকি?

প্রতিদিনের কাজের চাপ বা একঘেয়েমি থেকে মুক্তি নিয়ে দূরের কোনো পাহাড়ে কয়েকটা দিন নিশ্চিন্তে বিশ্রাম নিতে, মন চাইলেও সু্যোগ পাওয়া যায়না। চাকরী হোক বা ব্যবসা থেকে ছুটি পাওয়া বা নেওয়া সহজ নয়। পেলেও সেটা ৩/৪ দিনের ছোট ছুটি পাওয়া যায়। তার ওপরে খরচের দিকটাও মাথায় রাখতে হয়। তাই আজকে এমন একটা পাহাড়ের কথা বলব যেখানে কম সময়ে এবং কম খরচে, যেকোন সময়ে ঘুরে আসা যায়।


দারিংবাড়ি। এটি দক্ষিণ উড়িষ্যার একটি সুন্দর পাহাড়ী গ্রাম।”উড়িষ্যার কাশ্মীর” নামেও পরিচিত। কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেলে তুষারপাতও হয়ে থাকে।


সমুদ্রতল থেকে দারিংবাড়ি প্রায় ৩০০০ ফিট উঁচুতে অবস্থিত। এখানে রয়েছে ঘন সবুজ বনানীতে মোড়া ছোট ছোট টিলা, পাহাড় এবং উপজাতিদের গ্রাম। আরো রয়েছে নানা রকম মশলার গাছ, কফি বাগান, আছে প্রাচীন মঠ। দারিংবাড়িতে আপনি উপভোগ করতে পারবেন নদী, পাহাড়, ঝর্ণা নিয়ে তৈরি প্রকৃতির অপরূপ শোভা। বিভিন্ন প্রজাতির পাখী এখানে দেখা যায় বলে পাখী বিশেষজ্ঞদের কাছে দারিংবাড়ি খুবই জনপ্রিয়।


এখানে থেকে ঘুরে দেখতে পারেন- কফি বাগান, মশলার বাগান, হিল ভিউ পার্ক, বোটানিকাল গার্ডেন, জলপ্রপাত, উষ্ণ প্রস্রবণ, ইমু পাখীর খামার, পাইন বনের উপত্যকা সহ আরও অনেক কিছু। এমনকি পাহাড়ের সাথে সমুদ্র উপভোগ করতে চাইলে এখান থেকে যেতে পারেন “গোপালপুর সী-বিচ”।


কিভাবে যাবেন-

ট্রেন- হাওড়া থেকে পৌঁছতে হবে ব্রহ্মপুর ষ্টেশন। সেখান থেকে গাড়ীতে প্রায় ১২০ কিলোমিটার।

বাসে বা বিমানে- কলকাতা থেকে প্রথমে যেতে হবে ভুবনেশ্বর। সেখান থেকে গাড়ীতে প্রায় ২৫০ কিলোমিটার।

এখানে যানবাহন অপ্রতুল, তাই গাড়ী বুক করে সাথে রাখাই ভালো।